সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জুন ২০২৪ ১৪ : ২৭Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : কথা দিয়েছিলেন , রেখেছেন। ভোটে জেতার পর হারিয়ে যাননি। নির্বাচনের প্রচারে বেরিয়ে সর্বত্রই 'সাংসদকে গত পাঁচ বছর দেখা বা পাওয়া যায়নি' তাঁকে বারবার একটাই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তখন তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছিলেন, জিতলে সবসময় পাশে থাকবেন। কোনও দিন তাঁর লোকসভা কেন্দ্রের কাউকে 'পাওয়া যায় না' এই অভিযোগ করার সুযোগ তিনি দেবেন না। সেই কথা রেখেছেন অভিনেত্রী সাংসদ রচনা ব্যানার্জি। ভোটে জেতার ১১ দিনের মাথায় হুগলি এসে আবারও জনসংযোগ করেন নব নির্বাচিত সাংসদ। সোজা পৌঁছন ধনেখালি বিধানসভা এলাকায়। উল্লেখ্য এই লোকসভা নির্বাচনে ধনেখালি বিধানসভা থেকে জয়ের ব্যবধান সর্বোচ্চ। শুধু ওই বিধানসভা থেকেই ৪১ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছিলেন রচনা। তাই হুগলিতে পৌঁছেই সোজা তিনি পৌঁছন ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে। খোঁজ নেন চিকিৎসা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি ঘুরে দেখেন হাসপাতালের চারিদিক। কথা বলেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে। সুবিধে অসুবিধে প্রসঙ্গে কথা বলেন হাসপাতালের কর্মী চিকিৎসক নার্স সকলের সঙ্গে। একইসঙ্গে তিনি কথা বলেন হাসপাতাল চত্ত্বরে থাকা রোগীর আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষের সঙ্গে। হাসপাতালে উপস্থিত স্থানীয় মহিলাদের আবদারে নিজস্বী তোলেন রচনা। এরপর ধনিয়াখালি বাসস্ট্যান্ডে আয়োজিত বিজয় উৎসব যোগ দেন সাংসদ। এদিন সাংসদ বলেছেন, মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন তখন খুবই অসহায় বোধ করেন। তাই তিনি মনে করেন সবসময় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার। হাসপাতালে সবাই ভাল আছেন কিনা। পরিষেবা ঠিক পাচ্ছেন কি না, তা নিয়ে কথাবার্তা বলেছেন। সকলেই জানিয়েছেন, পরিষেবায় তাঁরা সকলেই খুশি। সদ্যজাত শিশুদের ঘরেও যান । সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন মায়েদের সঙ্গে। সবাই খুশি হয়েছেন। আবারও তিনি আসবেন, কারণ মানুষের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। রচনা জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও উন্নত পরিষেবা সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। আগামী দিনে প্রয়োজন অনুযায়ী কাজ করা হবে। তিনি কথা দিয়েছেন, এত বড় হাসপাতাল, তার পরিষেবা যাতে উন্নত হয় সেই চেষ্টা তিনি করবেন।
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি